ঢাকা, ০৩ মে, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
Breaking:
অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী      মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের        সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ        উপজেলা নির্বাচনে জনগণই তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করুক : প্রধানমন্ত্রী     
১২৬৭

ব্রিটিশ ছায়াশিক্ষামন্ত্রী রুশনারা আলীর পদত্যাগ ইরাকে হামলার সিদ্ধান্তে

অনলাইন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৪  

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী ছায়াশিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন,যুক্তরাজ্যের হাউস অব কমন্স ইরাকের জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর। মন্ত্রিসভার পাশাপাশি ব্রিটিশ গণতন্ত্রে বিরোধী দল একটি ছায়া মন্ত্রিসভা পরিচালানা করে। সে মন্ত্রিসভায় ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন রুশনারা আলী।
রুশনারা আলী বেথনাল গ্রিন এন্ড বো থেকে নির্বাচিত লেবার দলের এমপি। ২০১০ সালে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন। ইরাক বিষয়ে ভোটাভুটিতে ৫২৪ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দেন। ৪৩ জন এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ব্রিটিশ সংসদের এই সিদ্ধান্তের পর লেবার দলের নেতা এড মিলিব্যান্ডের কাছে পদত্যাগ পত্র দেন রুশনারা আলী।
রুশনারা তার পদত্যাগ পত্রে বলেন, `সামরিক পদক্ষেপের মাধ্যমে স্বল্পমেয়াদী ফল পাওয়া যেতে পারে কিন্তু এতে নিষ্পাপ সাধারণ নাগরিকদেরও ব্যাপকমাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে। আমাদের গ্রহণযোগ্য দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নজর দিতে হবে।`
উল্লেখ্য, রুশনারা আলীর জন্ম সিলেট জেলার বিশ্বনাথ গ্রামে। ১৯৭৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। ৭ বছর বয়সে বাবা-মার সাথে লন্ডনে পাড়ি দেন তিনি।
এর আগে গাজা বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি মেনে নিতে না পেরে পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
২০১০ সালে ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর ওয়ার্সি দেশটির প্রথম নারী মুসলিম মন্ত্রী মনোনীত হয়েছিলেন।

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত