ব্রিটিশ ছায়াশিক্ষামন্ত্রী রুশনারা আলীর পদত্যাগ ইরাকে হামলার সিদ্ধান্তে

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১২:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪ শনিবার

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি রুশনারা আলী ছায়াশিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন,যুক্তরাজ্যের হাউস অব কমন্স ইরাকের জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর। মন্ত্রিসভার পাশাপাশি ব্রিটিশ গণতন্ত্রে বিরোধী দল একটি ছায়া মন্ত্রিসভা পরিচালানা করে। সে মন্ত্রিসভায় ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন রুশনারা আলী।
রুশনারা আলী বেথনাল গ্রিন এন্ড বো থেকে নির্বাচিত লেবার দলের এমপি। ২০১০ সালে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন। ইরাক বিষয়ে ভোটাভুটিতে ৫২৪ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দেন। ৪৩ জন এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ব্রিটিশ সংসদের এই সিদ্ধান্তের পর লেবার দলের নেতা এড মিলিব্যান্ডের কাছে পদত্যাগ পত্র দেন রুশনারা আলী।
রুশনারা তার পদত্যাগ পত্রে বলেন, `সামরিক পদক্ষেপের মাধ্যমে স্বল্পমেয়াদী ফল পাওয়া যেতে পারে কিন্তু এতে নিষ্পাপ সাধারণ নাগরিকদেরও ব্যাপকমাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে। আমাদের গ্রহণযোগ্য দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নজর দিতে হবে।`
উল্লেখ্য, রুশনারা আলীর জন্ম সিলেট জেলার বিশ্বনাথ গ্রামে। ১৯৭৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। ৭ বছর বয়সে বাবা-মার সাথে লন্ডনে পাড়ি দেন তিনি।
এর আগে গাজা বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি মেনে নিতে না পেরে পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
২০১০ সালে ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর ওয়ার্সি দেশটির প্রথম নারী মুসলিম মন্ত্রী মনোনীত হয়েছিলেন।