ঢাকা, ০৭ মে, ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১
Breaking:
বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ      অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের        অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু        বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির        লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী     
১০৮১

পাবনা-৪ উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন সাবেক ভূমিমন্ত্রীর পুত্র

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

পাবনা-৪  উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন সাবেক ভূমিমন্ত্রীর পুত্র গালিব

পাবনা-৪ উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন সাবেক ভূমিমন্ত্রীর পুত্র গালিব

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন পাবনা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে ঈশ্বরদীর আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে গালিব শরীফ রাজধানীর ধানমন্ডি দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, লক্ষীকুন্ডা ইউনিয়নের চেযারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌওফিদুল ইসলাম বুলবুল, কামরুজ্জামান জিপু ও কামরুল হাসান বুলবুল প্রমুখ।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা-৪ আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক ভুমিমন্ত্রী, পাবনা জেলা আওযামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ওই আসন শূন্য ঘোষণা করা হয়।


 


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত