পরগাছার ওপর দাঁড়িয়ে শিকড়হীন রাজনীতি করছে জামায়াত : রনি
মুক্তআলো২৪.কম

পরগাছার ওপর দাঁড়িয়ে শিকড়হীন রাজনীতি করছে জামায়াত : গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।
তিনি মন্তব্য করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি, আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কি আদৌ সেই শিকড় গড়তে পেরেছে? নাকি বরাবরই অন্য গাছের গায়ে ভর করে, সময় ও শরিক বদলে টিকে থাকার চেষ্টা করেছে?
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি জামায়াতকে তুলনা করেছেন পরগাছার সঙ্গে—যে গাছ নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, মাটির সংস্পর্শ পায় না বরং অন্য গাছ বা ভবনের গায়ে ভর করেই টিকে থাকে।
তার মতে, জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি। তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো ইসলামী দলের পাশে, আবার কখনো কোনো গোপন শক্তির আশ্রয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে।’
জামায়াত প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘জীবনে কোনো পরগাছা গাছের মতো বড় হতে পারে না। কখনোই কোনো পরগাছা বংশবিস্তার করতে পারে না। অনেক বিল্ডিংয়ের ওপর পরগাছা জন্মায়, কিন্তু বিল্ডিংটি ধ্বংস হয়ে গেলেও সেই পরগাছা কখনো গাছ হয়ে উঠতে পারে না। কারণ সে কখনো মাটির সংস্পর্শ পায় না। অনেক বটগাছ বা বড় গাছের ওপরেও পরগাছা জন্মে, কিন্তু তারা সারা জীবন পরগাছা হিসেবেই থেকে যায়। তারা কখনো স্বতন্ত্র অস্তিত্ব অর্জন করতে পারে না, মাটির টান তারা পায় না।
এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে দেখা যাবে—জামায়াত যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তবে তাকে সেসব রাজনৈতিক দলের মতো হতে হবে, যারা ইসলামী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিত্তি করে ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছে। কিন্তু জামায়াত ঠিক উল্টো পথ বেছে নিয়েছে। তারা সামনে একটি ফ্রন্ট, পেছনে আরেকটি। তারা ভাবে, এটা এক ধরনের খেলা, কিন্তু ইতিহাস তা বলে না।’
তিনি বলেন, ‘আমি জামায়াতের অনেক সিনিয়র নেতার সঙ্গে চলাফেরা করেছি। কিন্তু তাদের জ্ঞান বা চিন্তার গভীরতা আমাকে কখনো মুগ্ধ করেনি। ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব সীমিত আর কুরআন সম্পর্কে তাদের বোঝাপড়া আরো কম। অনেকেই খুব ভালো ওয়াজ করেন। অত্যন্ত জনপ্রিয় মানুষ পছন্দ করে, ভালোবাসে। কিন্তু যখন তাদের কথা শুনি তখন মনে হয় তারা প্রকৃতপক্ষে খুব কম জানেন এবং ভয়াবহ রকম কম জানেন।’
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী