ঢাকা, ০৭ মে, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্বকবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আগামীকাল      রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর      বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী        রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনাইডি’ হস্তান্তর ইসি’র        উপজেলা নির্বাচনে যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে : সিইসি        উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী        মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী     
৪৯১

ঢাকার দুই সিটির ভোট : আতিক-তাপস এগিয়ে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস

মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে আতিকুল ইসলাম ১ লাখ ৬৪ হাজার ৮১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ ভোট।

ঢাকা দক্ষিণ : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন ফজলে নূর তাপস। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ফলাফল ঘোষণা শুরু হয়।

দেশে এবারই প্রথম পুরো ভোট ইভিএমে গ্রহণ করা হয়েছে। ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল। বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের উপস্থিতিও কম দেখা গেছে।
বিএনপির অভিযোগ, অনেক জায়গায় তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি প্রার্থীরা তাদের অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।

এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ছয়জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪ টি।

আর ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ৭৫টি ওয়ার্ড।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন এবং দক্ষিণ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৩ হাজার ১৯৪ জন। উত্তরে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি।

 

 

 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত