ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১
Breaking:
প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন      বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে        আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        আজ শহীদ শেখ জামালের জন্মদিন     
২৭৫

করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ জুন ২০২২  

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী


ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) টুইটারে এ তথ্য নিশ্চিত করেন। একদিন আগে, তার মা এবং দলের সভাপতি সোনিয়া গান্ধীর দেহে করোনাভাইরাস সনাক্ত হয়।

আজ টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। উপসর্গ মৃদু। সব বিধিনিষেধ অনুযায়ী আমি বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।’

দলের পক্ষ থেকে আরও বলা হয়, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা) হাজিরা দেবেন সোনিয়া।

এর এক দিন আগে কংগ্রেস পার্টি জানিয়েছিল, দলের নেতা সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। তিনি আইসোলেশনে রয়েছেন।প্রিয়াঙ্কা গান্ধী বুধবার লক্ষ্ণৌতে রাজ্য-স্তরের 'চিন্তন শিবির'-এ বক্তৃতা করে বৃহস্পতিবার দিল্লী ফিরেছেন।





মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত