ঢাকা, ০১ মে, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১
Breaking:
মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আরো বিমানবন্দর বন্ধ ঘোষণা        তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে        থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী        বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী     
৬৫৩

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত


সম্প্রীতি বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপাতালের পরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট পালমোনোলজিষ্ট, অ্যাজমা, টিবি ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের জন্য বরাদ্দ একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় হাসপাতালের উপ-পরিচালক মামুন মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিচালক উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি নয়দিন ধরে অসুস্থ। তবে তিনি এখন ভালো আছেন।

হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডটি চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেবেন। পরিচালকও সেখানেই ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত