মুগ্ধ করুন বসকে সাধারণ একটি উপায়েই !
অনলাইন

পরামর্শ চাইতে ভয় পান কর্মক্ষেত্রে অনেকেই । কারণ পরামর্শ চাওয়া সাধারণভাবে স্বাধীনভাবে কাজ করার অভাব প্রকাশিত হয় বলে অনেকে মনে করেন। কিন্তু পরামর্শ চাওয়ার মাঝেই রয়েছে একটি জাদুকরি গুণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।সম্প্রতি হারভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, কোনো একটি কাজে পরামর্শ চাইলে তা আপনাকে কম নয় বরং বেশি সমর্থ হিসেবেই তুলে ধরবে।গবেষণাপত্রটির রচয়িতারা লিখেছেন, ‘যেসব ব্যক্তি পরামর্শ চান তাদের কোনো একটি কাজের জন্য কম সক্ষম নয় বরং অন্যদের তুলনায় বেশি সক্ষম বলেই মনে করা হয়।’
এর কারণও উঠে এসেছে হারভার্ডের গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, আপনি যখন কারো কাছে কোনো পরামর্শের জন্য যাবেন তাতে তার বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা কিংবা দক্ষতার মূল্য দেওয়া হবে। আর কাউকে মূল্য দেওয়া হলে সে-ও আপনার সম্বন্ধে ভালো ধারণা লাভ করবে এমনটাই স্বাভাবিক।এ ছাড়া তার সম্বন্ধে কথা বলা এবং তোষামোদেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। আর নিজে থেকে পরামর্শ চাইতে যাওয়ার একটি পৃথক ভূমিকা রয়েছে। যার মাধ্যমে গড়ে ওঠে সম্পর্ক।হারভার্ডের গবেষকদের মতে, আপনার বসকে মুগ্ধ করতে হলে নিজে থেকেই তাদের কাছে পরামর্শ চান। মূল্য দিন তাদের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা কিংবা দক্ষতার।
- সময় আর সহিষ্ণুতা,সেক্স
- আপনার একাকীত্ব কাটিয়ে তুলুন কিছু উপায়ে
- সেক্স কি মুক্তি দেবে মাইগ্রেনের যন্ত্রণা থেকে ?
- এই হাতটির ছবি দেখে আমাকে অবশ করে দিয়েছে : ডা.নুজহাত চৌধুরী
- সঙ্গী চিনুন চুম্বনের ধরন দেখে
- নরম কাপড় চাই গরমে
- বিবাহিত জীবন কি সুখের হয় বিবসনা হয়ে ঘুমালে?
- চিরযৌবনা রূপসী শ্রীদেবীর রূপের গোপন রহস্য !
- ছেলেদের কাছে কিছু রোমান্টিক বিষয় যা মেয়েদের কাছে `অদ্ভুত`
- সোশাল মিডিয়ায় নিজের অবস্থানকে সুদৃঢ় করুন কিছু উপায় জেনে।
- সস্ত্রীক ও পুত্রসহ করোনামুক্ত হলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
- বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা বাড়ে আলোতে রাত কাটালে
- ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরের যেসব ক্ষতি হতে পারে
- ঘুম কম হলে যে কারন গুলো মারাত্মক সমস্যা হয়
- মেয়েরা বেশি আসক্ত সেক্সটিংয়ে এবং অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেন