ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ || ৩১ ভাদ্র ১৪৩২
Breaking:
উত্তাল ভাঙ্গা: ঢাকার সঙ্গে বন্ধ দক্ষিণবঙ্গের যোগাযোগ      পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু        তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে        স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে: মির্জা ফখরুল     
৩৩৬৮

তামান্না ভাটিয়া

ভালোবাসায় বিশ্বাস এসেছে আমার সাইফ-কারিনাকে দেখে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০১৪   আপডেট: ২৮ মে ২০১৪

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

বলিউডের ক্যারিয়ারের ঝুলিতে একটিমাত্র সিনেমা পুড়েছেন তামান্না ভাটিয়া ২০১৩ সালে `হিম্মতওয়ালা` ছবির মধ্য দিয়ে । ইতিমধ্যে দোস্তি হয়ে গেছে তারকা জুটি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের সঙ্গে। আর নতুন দুই বন্ধু সম্পর্কে তার মন্তব্য, `রূপকথার গল্পের ভালোবাসার প্রতি আমার বিশ্বাস এসেছে সাইফ আর কারিনাকে দেখে।`

সাজিদ খানের পরের ছবিতে সাইফের বিপরীতে থাকছেন তামান্না। আর সেখান থেকেই সাইফ এবং শিগগিরই কারিনার সঙ্গে বন্ধুত্ব গড়িয়েছে। তামান্না জানান, `সাইফ আমাকে তাঁর বাড়িতে ডিনারে নিমন্ত্রণ করেন। সেখানেই কারিনার সঙ্গে বন্ধুত্ব আমার।` আর গত এক মাসের মধ্যে পতৌদির নবারের বাড়িতে দু-দুবার গেছেন তামান্না। নতুন ছবির পুরো ক্রুদের সঙ্গে দাওয়াত খেতে একবার এবং আরেকবার খান দম্পতির বান্দ্রার বাড়িতে বিশেষ মেহমান হয়ে ঘুরে এসেছেন তামান্না।

তাঁদের দুজনকে একসঙ্গে দেখে আমি রূপকথার গল্পে যে ভালোবাসার কথা লিখা থাকে সেগুলোকে বিশ্বাস করতে শুরু করেছিসাইফ-কারিনা প্রসঙ্গে। মন খুলে তামান্না বলেন, `তাঁরা খুবই অতিথিপরায়ণ দম্পতি। । শুটিং করতে গিয়ে সাইফ আমাকে অনেক সহজ হতে সাহায্য করেছেন এবং আমিও খুব স্বাভাবিকভাবে কাজ করতে পেরেছি। আমার মনে হয়, জীবনে এ দুজনকে আজীবনের বন্ধু হিসেবে পেয়েছি।`

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত