ব্রিটনির মন পাখি হতে চায়!
বিনোদন ডেস্ক

ব্রিটনি স্পিয়ার্স
আদালতের নির্দেশ মেনে বাবা জেমি স্পিয়ার্সের অনুমতি নিয়েই তা খরচ করতে হয় তাকে,ব্রিটনি স্পিয়ার্স নিজে আয়-রোজগার করলেও। এ কারণে বিরক্ত হয়ে উঠেছেন মার্কিন এই পপতারকা। ২০০৮ সাল থেকে ব্রিটনির ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ন্ত্রণ করছেন জেমি। ওই বছর মানসিক ভারসাম্যহীনজনিত রোগে আক্রান্ত হওয়ায় রোনাল্ড রিগ্যান ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটনি এখন এর শেষ চান। কারণ প্রেমিক ডেভিড লুকাডোকে বিয়ে করার পরিকল্পনা আছে তার। কিন্তু সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকা দেহরক্ষীদের কারণে মনভরে প্রেমিকের সঙ্গে সময় কাটানোর সুযোগই হয় না তার। তাই সম্পর্কটাও গাঢ় হচ্ছে না। এসব কারণে হাঁফিয়ে উঠেছেন ব্রিটনি। স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠা ৩২ বছর বয়সী এই গায়িকা বাবার মুঠো থেকে মুক্ত হতে মরিয়া থাকলেও সহসা তা হচ্ছে না।
ব্রিটনি বুঝতে পারছেন না, এতো দীর্ঘ সময় ধরে তার দেখভাল করার কী আছে! সব মিলিয়ে তার মনটা মুক্তবিহঙ্গ হওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। যদিও ঘনিষ্ঠ বন্ধুরা এখনও মনে করছেন না, ব্রিটনি নিজের অর্থনৈতিক দিক সামলানোর জন্য প্রস্তুত হতে পেরেছেন। চিকিৎসকেরও একই অভিমত। মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও সুদূর ভবিষ্যতেও বাবার তত্ত্বাবধানেই থাকতে হবে তাকে।
গায়ক কেভিন ফেডারলাইনকে বিয়ের পর দুই সন্তানের মা হন ব্রিটনি। তার ছেলে শন প্রেস্টনের বয়স ৮ বছর, আর জেডেন জেমস ৭ বছর বয়সী।
- নাক ফোড়ানোর গল্প কেটি পেরির
- আলিয়া ভাট গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর
- দীপিকা
এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নারী ! - ব্রিটনির মন পাখি হতে চায়!
- পদবি পাল্টাতে রাজি নন রানি বিয়ের পরও!
- ইভলিন শর্মা নতুন রূপে !
- তামান্না ভাটিয়া
ভালোবাসায় বিশ্বাস এসেছে আমার সাইফ-কারিনাকে দেখে - নদীর ছবি আঁকি-শ্রীকান্ত আচার্য
- সানি লিওন টারজানের এ যুগের প্রেমিকা !
- নগ্ন মাইলি সাইরাস এবার মিউজিক ভিডিওতে
- সোফিয়া আবারও হলেন সবচেয়ে দামি অভিনেত্রী !
- রানি মুখার্জি বিয়ের পর মিডিয়া থেকে অনেক দূরে!
- মালাইকা এবার কোমরে ট্যাটু আঁকলেন
- ‘জয় হো’ ১২৬ কোটি রুপি গচ্চা দিয়েছে
- কবরীর সঙ্গে দেখা গেলো ফেরদৌস ও মাহিকে!