ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ || ৩০ কার্তিক ১৪৩২
Breaking:
নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন      সনদের বাইরের সিদ্ধান্ত মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় : সালাহউদ্দিন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না’        জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী     
২৪৪২

বিশ্বকাপ জয়ই নেইমারের লক্ষ্য গোল্ডেন বুট নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০১৪   আপডেট: ৪ জুলাই ২০১৪

ব্রাজিল তারকা নেইমার

ব্রাজিল তারকা নেইমার

বিশ্বকাপে গোল্ডেন জয় করা নিয়ে মোটেই ভাবছেন না ,ব্রাজিল তারকা নেইমার বলেছেন,  তার একমাত্র লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জয় করা।গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করে টুর্নামেন্টের অন্যতম তারকা খেলোয়াড়ে পরিণত হয়েছেন ২২ বছর বয়সী নেইমার। অর্থাৎ এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা কলম্বিয়ার জেমস রড্রিগুয়েজের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন তিনি।তবে নেইমার বলেছেন, টুর্নামেন্টে ব্যক্তিগত লক্ষ্য পূরণের কোন ইচ্ছে তার নেই।টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে তিনি বলেন, `আমি সেরা খেলোয়াড় হতে চাই না, আমি সের্বাচ্চ গোল দাতা হতে চাই না। আমি যা চাই তা হলো বিশ্বকাপ।``এটা এমন কিছু যা নিয়ে আমি সব সময় স্বপ্ন দেখি। এটা কিভাবে হবে সেটা কোন বিষয় নয়, আমি কেবলমাত্র বিশ্বকাপ শিরোপা জয় করতে চাই। সব কিছু মিলিয়ে আমি ফুটবল খেলতে চাই এবং আমার দল ও সতীর্থদের সাহায্য করতে চাই। আমি আশা করছি শিরোপা জয়ের মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ হবে।`কেবলমাত্র গোল করা নয় ব্রাজিলের শিরোপা জয়ে সম্ভব সর্ব প্রকার সহযোগিতাও আমি করতে প্রস্তুত।`কোয়ার্টারফাইনালে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিক ব্রাজিলকে। দ্বিতীয় রাউন্ডে পেনাল্টি শটে চিলিকে হারিয়ে তারা শেষ আটে উঠতে সক্ষম হয়েছে। সেই ম্যাচ শেষে কোচ ফেলিপ লুইস স্কলারিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা নেইমার বলেন, পুরো ম্যাচে কখনোই তিনি কোন চাপ অনুভব করেননি।তিনি বলেন, `আমার মধ্যে ধৈর্য ছিল। কোন ভয় আমি অনুভব করিনি। জয়ের অদম্য আগ্রহে ভয় চলে গেছে। খুবই ভাল একটা দলের বিপক্ষে আমরা খেলছি সেটা আমরা জানতাম। কিন্তু সেখানে কোন ভয় ছিল না। এখন আমরা কোয়ার্টার ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।`আপনি যখন কোন স্বপ্ন নিয়ে থাকবেন তখন আপনার ওপর কোন চাপ থাকবে না। ছোটবেলা থেকেই আমি যা চেয়েছি আমি সেটাই করছি। আজ আমার স্বপ্ন সত্যি হতে চলছে। আমি একর পর এক ম্যাচ খেলছি যা আমি সব সময় চেয়ে আসছি।`
বার্সেলোনা তারকা দলীয় কোচ স্কলারির প্রশংসা করে বলেন, দলের সকলে তাকে শ্রদ্ধা করে।তিনি আরো বলেন, `তিনি খুবই গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসেবে খেলোয়াড়রা তাকে ভালবাসে। আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, তবে সেটা দুই ভাবে।`
`তিনি এমন ধরনের ব্যক্তি আপনি যদি তাকে শ্রদ্ধা করেন তবে তিনিও আপনাকে শ্রদ্ধা করবে। তাকে পাশে পেয়ে আমরা সকলেই খুব খুশি। তবে তারও একমাত্র প্রত্যাশা ব্রাজিলের বর্তমান দলটি দিয়ে বিশ্বকাপ জেতা।`

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত