ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
Breaking:
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ      নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি : ইসি সানাউল্লাহ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু        ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান     
৩৬৪০

বিবাহিত জীবন কি সুখের হয় বিবসনা হয়ে ঘুমালে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৪   আপডেট: ১৩ আগস্ট ২০১৪

যারা ঘুমানোর সময় শরীরে কোনো কাপড় রাখেন না তাদের সুখ ও বৈবাহিক সম্পর্ক অন্যদের তুলনায় কেমন হয় এ বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল? সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, যারা ঘুমের সময় দেহে কোনো কাপড় রাখেন না তাদের বিবাহিত সম্পর্ক অন্যদের তুলনায় সুখী হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতিরা বিবসনা হয়ে ঘুমান তারা অন্যদের তুলনায় বিবাহিত জীবনে বেশি সুখী এবং সন্তুষ্ট থাকেন। গবেষণায় এক হাজার ব্রিটিশ ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা বিবসনা হয়ে ঘুমায় তাদের শতকরা ৫৭ ভাগ জানিয়েছে তারা বিবাহিত জীবনে সুখী। নিউ হ্যাম্পশায়ারভিত্তিক একটি প্রতিষ্ঠান কটন ইউএসএ-এর করা গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণায় আরও উঠে এসেছে, বিছানা আরামদায়ক হলে তা দম্পতিদের মধ্যে সুখের মাত্রা বাড়িয়ে তুলতে সহায়তা করে। অন্যদিকে বেডরুমের নোংরা মেঝে, খাবার ছড়িয়ে ছিটিয়ে রাখা ও বিছানায় বহু জিনিস রাখা এর বিপরীত কাজ করে।

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত