ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
Breaking:
মার্কিন অনুমোদন পেলেই ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত      সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না        সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার     
১২৮০

ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ মে ২০২১  

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া গাদাগাদি করে ওঠার কারণে অর্ধশতাধিক যাত্রী অসুস্থ হয়েছেন।

বুধবার দুপুরে ফেরি এনায়েতপুরী ও শাহ পরান ফেরিতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত সবার পরিচয় জানা যায়নি।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে চারজন ও শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা গেছেন।


পুলিশ ও ঘাট সূত্র জানায়, শিমুলিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি ফেরি দুপুর ১২টায় বাংলাবাজার পৌঁছায়। ফেরিটি ঘাটের ৩নং পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচে পড়া ভিড়ে চাপা পড়ে আনিসুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। আনিসুর নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকার গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।



মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত