দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী
মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি
দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি উপজেলায়। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন।
সেই লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে(ধানবন্ডি-৩) মনোনয়ন পত্র জমা দিলেন কালিগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।
মনোনয়ন পত্র জমা দেওয়ার খবরে বিশেষ করে এলাকার তরুণ ও সর্বস্থরের ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে আনান্দ উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাঈদ মেহেদীকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। বর্নাঢ্য রাজনৈতীক জীবনে তিনি ১৯৯২ সালে কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেন, ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ছিলেন, ১৯৯৮ সাল থেকে ২০১১ সালের ২৯শে মার্চ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক, ২০১৩ সালে রুখে দাঁড়াও বাংলাদেশ এর কালিগঞ্জ উপজেলা আহবায়ক, ২০১৫ সালে ১১ই জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার নির্বাচিত সাধারন সম্পাদক এবং বর্তমানে ও তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন।
অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আর এ ধরনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারনে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। নিজের প্রার্থীতার বিষয়ে সাঈদ মেহেদী সাংবাদিকদের জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ এবং এসডিজি ২০৩০ বাস্থবায়নে তিনি দৃড় অঙ্গিকার বদ্ধ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক , সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে কালিগঞ্জ উপজেলাকে একটি শান্তি প্রিয় উপজেলা হিসাবে গড়ে তুলবেন । এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মসহ সর্বস্থরের জনসাধারনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
মুক্তআলো২৪.কম/০৮ফেব্রুয়ারি২০১৯
- গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
- পাঁচবিবি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী মির শহীদ মণ্ডলের ছেলে মুন্না
- সংরক্ষিত নারী আসনে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী ফারহানা রেজা পিউলি
- আ ফ ম রুহুল হক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাঈদ মেহেদী
- মনোনয়ন দৌঁড়ে এগিয়ে এ্যাড.আনজুমান আরা আয়না
- কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- ঈশ্বরদীতে ২ আসামি জেলহাজতে হত্যা মামলার
- অস্ত্রসহ আটক ৩ পাবনায় র্যাবের অভিযানে
- কালিগঞ্জে বনলতা ফ্যাশন বসন্তপুর প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত
- শেখ হাসিনা আজকে মানবিক গুণাবলীতে ভাস্বর:এ্যাড.শামসুল হক টুকু
- মাদকের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বিকল্প নেই:এ্যাড.শামসুল হক টুকু
- দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী
- রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর অসাধারণ কৃতিত্ব
- করোনা কালে মানবতার বাতিঘর প্লাবন্তী জামান ইতি
- উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর নির্বাচনী গনোসংযোগ




























































