ঢাকা, ১২ জুলাই, ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২
Breaking:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হতে দেব না: মামুনুল হক      শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান খালেদার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান     
৭৩

চুন্নুই জাপার বৈধ মহাসচিব, জানালেন বহিষ্কৃত আনিসুল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫  

চুন্নুই জাপার বৈধ মহাসচিব, জানালেন বহিষ্কৃত আনিসুল

চুন্নুই জাপার বৈধ মহাসচিব, জানালেন বহিষ্কৃত আনিসুল


মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব বলে জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘আমরা এখনো স্বপদে বহাল রয়েছি, আমাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু বহাল রয়েছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ।’

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কর্তৃক বহিষ্কৃত এই নেতা।
যে প্রেসিডিয়ামের সভার রেফারেন্স দিয়ে জি এম কাদের তাদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন সেই বৈঠককেও অস্বীকার করেন ব্যারিস্টার আনিসুল।

তিনি বলেন, ‘প্রথমত, ওই প্রেসিডিয়ামের সভায় কোরাম হয়নি। আর গঠনতন্ত্রের ২০/৩(খ) ধারায় বলা হয়েছে মহাসচিব চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে, প্রেসিডিয়ামের মিটিং আহ্বান করবেন। আলোচ্য সূচি নির্ধারণ করবেন মহাসচিব।
পার্টির চেয়ারম্যান মিটিং ডাকার এখতিয়ার রাখেন না। সম্মেলন ঘোষণার পর পার্টির কোনো পদে পরিবর্তন-পরিবর্ধন করতে পারবেন না।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমরা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছি। আমরা পার্টির বিরুদ্ধে কী কাজ করেছি।
আমরা বিবৃতি দিয়ে বলেছি ২০(ক) ধারা বাতিল করতে বলেছি, হিসাবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বৃহত্তর ঐক্যের কথা বলেছি। আমাদের এসব কাজ কোনোভাবেই দলের গঠনতন্ত্রবিরোধী কাজ হিসেবে গণ্য হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘বিগত নির্বাচনে আড়াই কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সেই টাকার কোনো হিসাব দেননি। পার্টির চাঁদা এবং অনুদানের কোনো হিসাব দেননি।
আমরা তার কাছে এসবের হিসাব চেয়েছি। এটা তো গঠনতন্ত্রবিরোধী হতে পারে না।’

আনিসুল ইসলাম মাহমুদ অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে পার্টির সব সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, ‘আমরা প্রায় সবাই প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাকালীন থেকে দলের সঙ্গে রয়েছি। আমিও এই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, আমাকে যখন ঘোষণা করা হয়, তখন পার্টির চেয়ারম্যান আমার পাশে বসে ঘোষণা দিয়েছিলেন। আর জি এম কাদের জোর করে স্বাক্ষর নিয়েছেন।’ একজন মৃত্যু পথযাত্রী ছিলেন। ঠিক যেভাবে মিলিটারি ক্যু হয় সেভাবে করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত