ঢাকা, ০৬ ডিসেম্বর, ২০২৫ || ২২ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা’        ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন : সালাহউদ্দিন     
২৭৪৬

চিতা যখন খেলার সঙ্গী ! ভিডিও সহ

অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

একটি কালো চিতা আপনার দিকে ধেয়ে আসছে ভাবুন, জ্বল জ্বল চোখে ক্ষিপ্র গতিতে! কী, ভাবতেও চান না তো? ঠিক, আমরা কেউ কল্পনাতেও এমনটা ভাবব না যে, একটি হিংস্র চিতা লাফিয়ে আমাদের ঘাড়ে উঠছে!নাম জুহি আগারওয়াল। যার কাছে এটি রোজকার খেল‍া।জুহি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ‘চিতা এক্সপেরিয়েন্স’ নামে একটি সংস্থায় কাজ করেন।
ভিডিও সাইট ইউটিউবে জুহির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পারডাস নামের এই মেয়ে চিতাটি দৌড়ে এসে জুহির ঘাড়ে উঠছে। তিনিও আনন্দে চিতাটিকে আদর করে দিচ্ছেন।
চিতাটির জন্ম ২০১২ সালের মার্চ মাসে। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি পোস্ট করা জুহির এই ডিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ এটি দেখেছেন।  অলাভজনক এ সংস্থাটি পারডাসকে জঙ্গল থেকে তাদের কাছে নিয়ে আসে। তাকে খাওয়ানোর জন্য যথেষ্ট মাতৃদুগ্ধ ছিল না পারডাসের মায়ের। সে আরেকটু বড় হলেই মা কালোচিতা ‘প্যান্থেরা’র কাছে ফেরত পাঠানো হবে।
এ বিষয়ে চিতা এক্সপেরিয়েন্স জানায়, বিপন্ন প্রাণীদের সংরক্ষণ করেন তারা। তবে তারা চিতার সংরক্ষণ ও প্রজননে বিশেষভাবে নজর দেন।

আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত