ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ || ১৪ পৌষ ১৪৩২
Breaking:
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা      গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল        গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান     
১৬২৩

কেউ মিথ্যা ছড়ালে স্বাধীনতা শেষ হয়ে যায়:সজীব ওয়াজেদ জয়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রত্যেকেরই বাকস্বাধীনতার অধিকার আছে, কিন্তু সে স্বাধীনতা তখনই শেষ হয়ে যায় যখন কেউ মিথ্যা প্রচার করে অন্যের ক্ষতি করে।


শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই।


জয় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যাচার ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে।


তিনি বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতার সীমা।


জয় আরও বলেন, যারা আমাদের ডিজিটাল সুরক্ষা আইন সম্পর্কে অভিযোগ করেন তাদের বলবো, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে গ্রাহ্য করে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি এ দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দেয়া উচিত নয়, বরং আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া উচিত।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি চান ঢাকায় মার্কিন দূতাবাসের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দূতাবাসও এই পোস্টটি নোট করুক।


তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতে বাংলাদেশে বাকস্বাধীনতার বিষয়ে আপনাদের কাছ থেকে কপট বক্তব্য দেখতে চাই না।

মুক্তআলো২৪.কম       

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত