ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগ করা কোনো অপরাধ নয়: বিএনপি প্রার্থী মজিদ      নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ভোট ঘিরে সহিংসতার শঙ্কায় নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র        একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরেছে: সালাহউদ্দিন        এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান     
২৭৭১

কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-

কিছু কথা না বললেই নয় ..(০৪)

ওয়াশিংটন ডিসি থেকেঃ আব্দুস সাত্তার

প্রকাশিত: ১৯ জুন ২০১৪   আপডেট: ১২ জুলাই ২০১৪

আমি আজ যার কথা বলতে যাচ্ছি তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম কবি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। তিনি হলেন কবি মহাদেব সাহা।  তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অনেক পদক পেয়েছেন।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৪ হাটি হাটি করে ২৩ বছরে পা রাখল। বইমেলা বলতেই বুঝায় কবি, লেখক,সাহিত্যিক,প্রকাশক ও ক্রেতাদের মিলন মেলা। তিন দিনের এই মেলা হয়ে গেল নিউইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও একটু আড্ডা দেবার জন্য পাঁচ ঘণ্টা ড্রাইভ করে চলে গেলাম প্রানের মেলায়।

শব্দের ঘরে ঢুকে কিছু শব্দের খেলা দেখতেছিলাম ঠিক সেই সময় দেখি বাংলাদেশের অন্যতম কবি মহাদেব সাহা দাঁড়ানো। পাশে যেয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। তারপর আমি বললাম আমার একটি কাব্যগ্রন্থ আপনাকে দিতে চাই। তিনি বললেল ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি একজনের সাথে একটু কথা বলে আসি। তিনি চলে গেলেন আর আমি বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। মনে মনে ভাবলাম তিনি হয়ত আর আসবেন না। আমার বইটি না নেবার জন্য হয়ত চলে গেছেন। কিন্তু না! কিছুক্ষন পরেই আমার সেই ভুল ভাঙল তিনি আসলেন এবং আমার `জোছনা আসে ফিরে` কাব্যগ্রন্থটি নিলেন। জানতে চাইলেন বইটি কবে প্রকাশ পেয়েছে। বললাম বাংলা একাডেমীর অমর একুশের বইমেলা ২০১৪ তে নন্দিতা প্রকাশ থেকে বের হয়েছে। তিনি বইটি হাতে নিয়ে নেড়ে চেড়ে ধন্যবাদ দিলেন।

খড়ি-মাটি দিয়ে লেখা আমার বইটি নিয়ে আমাকে ধন্য করেছেন জনাব মহাদেব সাহা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী দিনগুলো আরও সুন্দর ভাবে কাটুক। এই প্রত্যাশা করছি।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত