ঢাকা, ১২ জুলাই, ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২
Breaking:
রাসুল (সা.)-এর শেষ জীবনে খাদেম ছিলেন যিনি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে রবিবার বাম জোটের বিক্ষোভ        বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান     
২১

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫  

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা


রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকায় উঠেছে। অথচ তিন দিন আগেও তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

হঠাত্ কাঁচা মরিচের এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, টানা কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে কাঁচামরিচসহ অনেক সবজিখেত নষ্ট হয়ে গেছে। এ কারণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

 

গতকাল বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারেই মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা। যা খুচরাবাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানগুলোতে আরো বেশি দামে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। কাওরান বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা বজলুর বলেন, টানা বৃষ্টির পাশাপাশি এখন তো দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। এ কারণে কাঁচা মরিচ ও সবজিখেত নষ্ট হওয়ায় চাহিদামতো সরবরাহ নেই। তবে আবহাওয়া ভালো হলে দাম কমে আসবে বলে তিনি জানান।

রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের সামনে ভ্যানে করে সবজি বিক্রি করেন আমিনুল। তিনি বলেন, তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছেন। যা এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, পাইকারি বাজারেই তো কাঁচা মরিচের দাম বেশি, সরবরাহ কম। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে কাঁচা মরিচের পাশাপাশি ধনে পাতার দামও বেড়েছে সবচেয়ে বেশি। গতকাল বাজারে ১০০ গ্রাম ধনেপাতা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা কয়েক দিন আগেও ২০ টাকায় পাওয়া গেছে।








মুক্তআলো২৪.কম

 
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত