ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ || ২৯ কার্তিক ১৪৩২
Breaking:
নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন      সনদের বাইরের সিদ্ধান্ত মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় : সালাহউদ্দিন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি : গোলাম পরওয়ার        প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে : সালাহউদ্দিন     
৪৩২

করোনায় মৃত্যু ১২ জন, শনাক্ত ২.৯৭ শতাংশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  


দেশে আজ করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৮ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৬৩ জন। গতকাল  ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭০৩ জন। দেশে এ পর্যন্ত ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ।   

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ২ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছেন। গতকাল ২১ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

 

 

 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত