ঢাকা, ২০ জুলাই, ২০২৫ || ৫ শ্রাবণ ১৪৩২
Breaking:
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে      এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পাবলিক ডিপ্লোম্যাসি অনুদানের জন্য আবেদন আহ্বান যুক্তরাষ্ট্র দূতাবাসের        তত্ত্বাবধায়কপ্রধানের নাম প্রস্তাবে সংসদে প্রতিনিধিত্বশীল সবার যেন সুযোগ থাকে: সাকি        কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর     
৬০

এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫  

এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়

এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়


আসছে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার যে বাজেট প্রস্তাব করেছে, তা ‘অনেক ক্ষেত্রেই হতাশার’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তার ভাষ্য, “এটা অত্যন্ত প্রত্যাশার বাজেট ছিল। কারণ হল, যে একটা বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে, যে বৈষম্যবিরোধী চেতনার মধ্য দিয়ে গঠন করা হয়েছে, তাতে গতানুগতিকের বাইরে ভিন্ন ধরনের বাজেটের প্রত্যাশা ছিল।

“যদি এর বিপরীতে আরেকটা শব্দ ব্যবহার করি, তাহলে এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে।”

বুধবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সংলাপে তিনি এসব কথা বলেন।

‘জাতীয় বাজেট ২০২৫-২৬: অবহেলিতরা কী পেয়েছে’ শিরোনামে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি এ সংলাপ আয়োজন করে।

গত ২ জুন নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সংসদ না থাকায় এবার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

দেবপ্রিয় মনে করেন, টেলিভিশনে সম্প্রচার না করে বাজেট ‘জনসম্মুখেও’ হতে পারত।

মন্ত্রিপরিষদে পাস না করিয়েই বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে লেগেছে যে, মন্ত্রিসভায় পাস করার আগে এটা উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভায় পাস হয়ে সাধারণত এটা আসে।”
সরকার অতীত থেকে কী শিক্ষা নিয়ে এগোচ্ছে, তা দেখার চেষ্টা থাকবে তুলে ধরে তিনি বলেন, “সম্পদ কার পক্ষে কীভাবে দেওয়া হয়েছে এবং আগের থেকে কী শিক্ষা নিয়ে কী পরিবর্তন করলাম, সেটা দেখার চেষ্টা করব। আবার সামষ্টিক অর্থনীতির ভেতর দিয়ে যেন ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বার্থ হারিয়ে না যায়, সেটাও আজ আলোচনার বড় বিষয়।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত