ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ || ৩০ কার্তিক ১৪৩২
Breaking:
উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না’        জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী     
৩৯

উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫  

উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা

উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা


উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ধরা ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। আরএডিপিতে উন্নয়ন বাজেট কাটছাঁট হচ্ছে ৩০ হাজার কোটি টাকা।

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণলয়ে বাজেট অনুবিভাগ-১ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থায়নের উৎসভিত্তিক বিভাজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয় দুই লাখ কোটি টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন বা স্থানীয় মুদ্রায় বরাদ্দ দেওয়া হয় এক লাখ ২৮ হাজার কোটি টাকা। আর বৈদেশিক সহায়তা প্রকল্প ঋণ বা অনুদান ধরা হয় ৭২ হাজার কোটি টাকা।

বাজেট অনুবিভাগের নির্দেশনায় বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত সংশোধিত এডিপি প্রণয়নপূর্বক অতি দ্রুত অর্থ বিভাগে প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যেসব মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্প সাহায্যের ব্যয় কমবে তাদের জিওবি বরাদ্দ হ্রাস করতে হবে। যেসব মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলনামূলকভাবে কম, তাদের বরাদ্দ কমিয়ে উচ্চ অগ্রাধিকারসম্পন্ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে।
 

নির্দেশনায় আরো বলা হয়, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে অধিকতর গুরুত্বপূর্ণ প্রকল্প এবং যেসব প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। এর আগে গত ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত পরিকল্পনা কমিশনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর ঋণ ও অনুদান বরাদ্দ নির্ধারণের লক্ষ্যে একাধিক পর্যালোচনাসভা হয়।

তারই আলোকে সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়। ইতিহাসে এবারই প্রথম ডিসেম্বরের মধ্যেই আরএডিপি চূড়ান্ত করার লক্ষ্য রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে উন্নয়ন বাজেটের কাঠামো ও বরাদ্দপ্রক্রিয়া সম্পন্ন করাই মূল উদ্দেশ্য, যাতে নির্বাচনের বছরেও প্রকল্প বাস্তবায়নে গতি না হারায়।

চলতি অর্থবছরের মূল এডিপির আকার ধরা হয়েছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৪ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৮৬ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা হিসেবে।

চলতি এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট এডিপির ২৫.৬৪ শতাংশ। এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত (৩২ হাজার ৩৯২ কোটি), শিক্ষা (২৮ হাজার ৫৫৭ কোটি), গৃহায়ণ (২২ হাজার ৭৭৬ কোটি) ও স্বাস্থ্য খাত (১৮ হাজার ১৪৮ কোটি টাকা)।

সম্প্রতি একনেক বিফ্রিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘গত বছর নানা কারণে অনেক প্রকল্প বাস্তবায়নে গতি কমে গিয়েছিল। এবার সেই অজুহাত চলবে না। নির্বাচনের আগে আমরা চাই আরএডিপি সময়মতো চূড়ান্ত হোক, যাতে উন্নয়ন কার্যক্রমে গতি আসে।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত