ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি      ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে        মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা        যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা     
২৪১২

আর্জেন্টিনাকে মেসি-ডি মারিয়া জেতালেন

অনলাইন

প্রকাশিত: ২ জুলাই ২০১৪   আপডেট: ৩ জুলাই ২০১৪

লিওনেল মেসি অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের শেষ দিকে ঝলক দেখালেন । আর তাতেই সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা।দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল পায়নি। অতিরিক্ত সময়ের খেলাও গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। তখনই মেসির দারুণ পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আনহেল দি মারিয়া।মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় প্রথম পঁচিশ মিনিট পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।২৭তম মিনিটে প্রথম সুযোগটি পায় সুইজারল্যান্ড। জেরদান শাচিরির কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে গ্রানিট জাকার শট ঠেকান সের্হিও রোমেরো। ফিরতি বলে স্টেফান লিখটস্টাইনারের শটও ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক।৩৯তম মিনিটে শাচিরির ক্রস থেকে দারুণ একটি সুযোগ এসেছিল ইয়োসিপ দারমিচের সামনে। রোমেরোকে একা পেয়েও তার হাতে তুলে দিয়ে সবুর্ণ সুযোগটি হাতছাড়া করেন তিনি।৫৯তম মিনিটে মার্কোস রোহোর শট ঠিকভাবে ফেরাতে পারেননি বেনাল্লিও। তবে কোনো বিপদ হয়নি। তিন মিনিট পর রোহোর ক্রস থেকে হিগুয়াইনের হেড ঠেকিয়ে আবারো সুইসদের ত্রাতা ভলসবুর্গের গোলরক্ষক।৭৪তম মিনিটে লাভেস্সির বদলি নামার পর প্রথম স্পর্শেই গোল পেতে পারতেন রদ্রিগো পালাসিও। মেসির ক্রস থেকে মাথা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৮৯তম মিনিটে তিনজনকে কাটিয়ে ডি বক্সে পালাসিওকে দারুণ একটি পাস দেন মেসি। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি ইন্তার মিলানের এই স্ট্রাইকার।

 

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত