ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ || ১৩ পৌষ ১৪৩২
Breaking:
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে হামলা সরকারের কোনো না কোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর        ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান     
৫৯২

আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি


শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বিভিন্ন আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে হলগুলোর সংস্কারকাজ এবং শিক্ষার্থীর সুরক্ষার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সময় নেওয়া হয়েছে।’

এসময় শিক্ষার্থীদের সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠক হবে, সেখানে আগামী ১ মার্চ থেকে স্কুল খুলে দেওয়া হবে কী না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন মাস পরে পরীক্ষা দিলেও সেশনজটে পড়বে না। মানবিক কারণেই সাত কলেজে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা না নিলে তারা তিন বছর সেশনজটে পড়ে যাবে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সম্প্রতি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হল খোলা ও পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত