ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
১৬৬৮

সাংসদ মুনমুন সেনকে মহানায়িকা সম্মান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৪   আপডেট: ১৪ আগস্ট ২০১৪

মুনমুন সেন

মুনমুন সেন

মুনমুন সেনকে মহানায়িকা সম্মান দেওয়ার কথা ঘোষণা করে বৃত্ত সম্পূর্ণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷মহানায়ক সম্মানে দেবকে ভূষিত করার কথা ঘোষণা করেছিলেন তিনি।  আগামিকাল উত্তমকুমারের তিরোধান দিবসে (২৪ জুলাই) নজরুল মঞ্চে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে মহানায়ক ও মহানায়িকা সম্মান পাবেন ঘাটাল এবং বাঁকুড়ার তৃণমূল সাংসদ দেব, মুনমুন সেন। শুধু দেব-মুনমুন বলে নয় রাজ্য সরকারে উদ্যোগে এই দিনে টলিউডের এক ঝাঁক শিল্পীদের সম্মানিত করা হবে৷তৃণমূলের নেতা, বিধায়করা ছাড়াও তালিকার অধিকাংশ নামই ঘাসফুল ঘেঁষা বলেই পরিচিত। গোটা টলিউড এখন বলা চলে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণে। এবারে লোকসভা নির্বাচনে প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে টলিউড গুরুত্ব পেয়েছিল। লোকসভা নির্বাচনের প্রচারেও মাঠে ময়দানে টলি অভিনেতারা তৃণমূলের প্রচারেও যোগ দেন। এমনকি গত ২১ জুলাইয়ে মঞ্চে মাঠে ঘাটে লড়ে আসা তৃণমূল নেতাদের সামনের আসনে খুঁজে পাওয়া যায়নি। বরং প্রথম তিনটি সারিই আলো করে বসেছিলেন টলিউডের তারকারা।

সম্প্রতি যুব তৃণমূলের কার্যকরী সভাপতি হয়েছেন অভিনেতা হিরণ। এবারের সম্মানিতদের তালিকায় বিশেষ পুরস্কার পাচ্ছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই যুব নেতাকে। তাছাড়া বিশেষ সম্মানিত তালিকায় রয়েছেন দিদির পরম স্নেহের পাত্র রুদ্রনীল ঘোষও। তাঁকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি করা নিয়ে বিতর্ক দানা বাঁধে। তাছাড়া ৩০ জুলাই রুদ্রনীলের বিরদ্ধে ধর্ষণের মামলার রায়দান হতে পারে।

মহানায়ক সম্মান পুরুষদের ক্ষেত্রে দেব যেমন পাচ্ছেন তেমনি মহিলা হিসেবে ওই সম্মান এবারে পাচ্ছেন মৌসুমি চট্টোপাধ্যায়৷ শেষ পর্যন্ত মৌসুমি না দাঁড়ালেও গত লোকসভায় তিনি প্রার্থী হচ্ছেন বলে জল্পনা হয়েছিল। লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পুরুষ হিসেবে চিরঞ্জিতের পাশাপাশি পাচ্ছেন সব্যসাচী চক্রবর্তী, অন্যদিকে দেবশ্রী রায়ের পাশাপাশি পাচ্ছেন মমতাশঙ্কর৷ অন্যদিকে, বাম শিবির ছেড়ে মমতা শিবিরে নাম লেখানো অভিনেতা-পরিচালক অরিন্দম শীলকে বিশেষ পুরস্কারে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার।

এবারে বিশেষ সম্মান প্রাপক পুরুষদের তালিকায় রয়েছে আবির চট্টোপাধ্যায়,ইন্দ্রনীল সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঋত্বিক চক্রবর্তী ও খরাজ মুখোপাধ্যায়৷আর মহিলাদের তালিকায় রয়েছে মিমি চক্রবর্তী সায়ন্তিকা, পাওলি দাম নুসরৎ জাহান, পায়েল সরকার শ্রীলা মজুমদার ও অনুরাধা রায়৷   পরিচালকদের মধ্যে স্বপন সাহা, কমলেশ্বর মুখোপাধ্যায় ও প্রদীপ্ত ভট্টাচার্যকে পুরস্কৃত করবে রাজ্য। সঙ্গীতের জন্য এবার লাইভ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন কুমার শানু। অন্যদিকে, বাম ঘেঁষা বলেই পরিচিত সঙ্গীত শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার৷ অরুন্ধতী হোমচৌধুরি, অধীর চট্টোপাধ্যায়। এছাড়া ক্যামেরা, এডিটিং, কস্টিউম পরিচালনা প্রযোজনার জন্য আরও ১৪ জনকে পুরষ্কৃত করা হচ্ছে।
সূত্র: কলকাতা

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত