শিশুকে নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা যাবে না :
মুক্তআলো২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, ধর্মীয় উদ্দেশ্যে বা অন্য কোন উপলক্ষের দোহাই দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে কোন শিশুকে ব্যবহার করা যাবেনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে সকল এনজিও দেশের কল্যাণে কাজ করবে, সরকার সব সময় তাঁদের উৎসাহ দেবে। শিশুদের কল্যাণে সরকারী ও বেসরকারি উদ্যোগে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আজ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় "শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা ও আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ্যত ও দেশের সম্পদ প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোন শিশু অবহেলায়, অনাদরে বা অযতেœ বড় হতে পারে না।
তিনি বলেন, আরবান এলাকার পিছিয়ে পরা ও অবহেলিত শিশুরা আমাদেরই সন্তান। তাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যত যোগ্য নেতৃত্ব। সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়টি লক্ষ্য করা অবশ্যই আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, এ লক্ষ্যে সংসদীয় ককাস গঠনের আজকের এ উদ্যোগ সফল হয়েছে। এই সংসদীয় আরবান ককাস কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করবে।
সভায় সংসদ সদস্যসহ সকলের মতামতের ভিত্তিতে মো. শামসুল হক টুকু এমপিকে উপদেষ্টা, রানা মোহাম্মদ সোহেল এমপিকে সভাপতি এবং আরমা দত্ত এমপিকে সদস্য সচিব করে একটি সংসদীয় আরবান ককাস গঠন করা হয়েছে।
সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল এমপি এবং ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ’র উপ পরিচালক মঞ্জু মারিয়া পালমার যৌথ সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ডিরেক্টর অপারেশনস্ সাগর মারান্ডীসহ সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫টি মোবাইল অ্যাপস চালু সেবা জনগণের কাছে পৌঁছে দিতে