ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১২২৯

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দর্শন শিরোনামে আন্তর্জাতিক ওয়েবিনার

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দর্শন শিরোনামে আন্তর্জাতিক ওয়েবিনার

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দর্শন শিরোনামে আন্তর্জাতিক ওয়েবিনার


জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সামাজিক সংগঠন 'সম্প্রীতি বাংলাদেশ' ও ভারতের ‌'ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ'-এর যৌথ আয়োজনে গত ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় 'বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দর্শন' শিরোনামেএক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান এবং রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.)। ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী ও বিধায়ক ড. রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিএসএফের সাবেক ডিআইজি সমীর কুমার মিত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের রাজনীতি এবং অসাম্প্রদায়িকতা ও ধর্মরিপেক্ষতা রক্ষায় বাংলঅদেশ ও ভারত কোন পথে এগোচ্ছে এসব বিষয়ে আলোচকরা আলোকপাত করেন।

ওয়েবিনার সঞ্চালনায় ছিলেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। সবশেষে ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ'-এর পক্ষে অরিন্দম মুখার্জী ও 'সম্প্রীতি বাংলাদেশ'-এর পক্ষে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সবাইকে ধন্যবাদ জানান।

 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত