ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
৪২৯

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা’য় রদবদল, ৩৬ নতুন মুখ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা’য় রদবদল, ৩৬ নতুন মুখ

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা’য় রদবদল, ৩৬ নতুন মুখ


ভারতের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় কাটিয়ে যখন বেরিয়ে আসার চেষ্টা করছে দেশটি তখন মন্ত্রিসভায় এই রদবদলের উদ্যোগ নিলেন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা মোদি। কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়াই হবে নতুন মন্ত্রিসভার মূল লক্ষ্য।
 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যায় শপথ নিয়েছেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ পড়ানো হয়। এর মধ্যে ৩৬ জনই নতুন মুখ। বাকিদের পদোন্নতি হয়েছে। সব মিলিয়ে মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৭৪। আগে ছিল ৫৩। মন্ত্রিসভার রদবদলকে কেন্দ্র করে আগেই স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। সব মিলিয়ে বাদ পড়েছেন ১৫ জন।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যাদের স্থান হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যেরই চার জন সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন- নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। বাকিরা হলেন- ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, পশুপতি পরস, কিরেন রিজিজু, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা, দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লিখি, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, ডা. এল. মুরুগান এবং বিশ্বওয়ার টিডু।

 

এদিকে, নতুন মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ও শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্কও। মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এ ছাড়া দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে, সদানন্দ গৌড়া, রতন লাল কাটারিয়া, রাও সাহেব দানবে পাতিল এবং প্রতাপ চন্দ্র সরঙ্গিও রয়েছেন বাদ পড়াদের তালিকায়।

 


মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত