ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
৯৯৮

ট্রাম্পের আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা: সাবেক পেন্টাগন প্রধান

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ৪ জুন ২০২০  

ট্রাম্পের আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা: সাবেক পেন্টাগন প্রধান

ট্রাম্পের আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা: সাবেক পেন্টাগন প্রধান

পেন্টাগনের সাবেক প্রধান জিম ম্যাটিস বুধবার তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের কড়া নিন্দা করে বলেছেন, প্রেসিডেন্ট আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন এবং দেশ পরিচালনায় “পরিপক্ক নেতৃত্ব” দিতে ব্যর্থ হয়েছেন।

২০১৮ সালে সিরিয়া থেকে গোটা মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাটিস পদত্যাগ করেন। ম্যাটিস দেশব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন।

দ্য আটলান্টিক অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে ম্যাটিস বলেন, “ ডোনাল্ড ট্রাম্প আমার জীবনে দেখা প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার গনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি, এমনকি ঐক্যবদ্ধ করার চেষ্টার ভানও করেননি।”
“ঐক্যবদ্ধ করার বদলে তিনি আমাদের বিভক্তের চেষ্টা করছেন।” এ কথা উল্লেখ করে অবসর প্রাপ্ত এই মেরিন জেনারেল এর আগে বলেছিলেন, দায়িত্বরত প্রেসিডেন্টের সমালোচনা করা তার পক্ষে অনুচিত হবে।

তিনি বলেন, “আমরা তিন বছর ধরে অপরিপক্ক নেতৃত্ব দেখে আসছি।”
তিনি গত সপ্তাহের ঘটনা এবং দেশের বিভিন্ন নগরীতে সহিংস বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনাবাহিনী নামানোর হুমকি দেখে নিজেকে “ক্ষুব্ধ ও হতাশ” বলে উল্লেখ করেন।বাসস

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত