ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
৩৭৫

এমপি হিসেবে শপথ নিলেন মিন্টু ও হাসেম খান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাসেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাসেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।


ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাসেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে দুজনকে শপথ পড়ান। পরে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা-১৪ আসরে সংসদ সদস্য আসলামুল হক এবং কুমিল্লা-৫ আসনের আবদুল মতিন খসরুর মৃত্যুর পর আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।



 

মুক্তআলো২৪.কম


 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত