ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
১৩৮৩

সৌদি যুবরাজ সালমানকে মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রণ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে মস্ত্রী এ আমন্ত্রণ জানান।

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে মস্ত্রী এ আমন্ত্রণ জানান।



সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে মস্ত্রী এ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়া সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

 

রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারী বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান।

তিনি বিশেষত আর্মাকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদির আগ্রহের কথা উল্লেখ করেন।

তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

ড. মোমেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস দেন।



মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত