ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ভোট কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক পুলিশ-আনসার, প্রতি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট      আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তীব্র তাপপ্রবাহের কারণে ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা        দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী     
২৫৯

সিরাজগঞ্জে বজ্রপাতে ৯ জনের মৃত্যু :আহত ৪

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২  


জেলার উল্লাপাড়ায় আজ একটি শ্যালো ঘরের (ইঞ্জিন চালিত পানির পাম্প) উপর বজ্রপাতে একই পরিবারের ৫জনসহ ৯জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো অন্তত ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই কৃষি শ্রমিক। তারা হলো-উপজেলার মাটিকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল কুদ্দুস (৬০)  শিপপুর গ্রামের ইমাম প্রামানিকের ছেলে মোবাখোর (৪০), একই গ্রামের  মোকাবের ছেলে মোনাফ (১৮), সাবের আলীর ছেলে শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শমসের আলীর ছেলে শাহিন (২১), রিতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১৪)।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, হতাহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা আমন ধানের চারা উত্তোলন করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে সকলেই মাঠের মধ্যে একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায়  শোকার ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান,বজ্রপাতের ঘটনায় দুইজন কিশোরীসহ ৯জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত