ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১
Breaking:
প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন      বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে        আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        আজ শহীদ শেখ জামালের জন্মদিন     
১৪৭০

সারাদেশে মোট ৭০ হাজার ৬০২ জন জিপিএ ৫ পেয়েছেন

অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ২৩ আগস্ট ২০১৪

সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন মোট ৭০ হাজার ৬০২ জন চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ।
তবে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণদের মধ্যে এবার মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে।জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮ হাজার ৭৮৭ জন ছাত্র এবং ৩১ হাজার ৮১৫ জন ছাত্রী রয়েছেন।
আজ দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে সরবরাহকৃত এক পরীসংখ্যানে এ কথা বলা হয়।
পরীসংখ্যান অনুযায়ী দেশের ৮টি শিক্ষা বোর্ডের মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মোট ৩১ হাজার ৯০২ জন শিক্ষার্থী।এর মধ্যে ১৭ হাজার ৫৪৩ জন ছাত্র এবং ১৪ হাজার ৩৫৯ জন ছাত্রী রয়েছেন।
রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৪১ জন। এরমধ্যে ৩ হাজার ৯৮৩ জন ছাত্র এবং ৩ হাজার ৬৫৮ জন ছাত্রী রয়েছেন।
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬০০।
যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মোট ৪ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ২৮০ জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৯৫১ জন।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ৬৪৬ জন।
বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ২২৫ জন।
সিলেটে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মোট ২ হাজার ৭০ জন এবং দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৪৭৪ জন।
এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ হাজার ২১২ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮১৩ জন।
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৯৩ জন এবং ঢাকা ডিআইবিএস থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মোট ৩৯৫ জন।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত