ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
১২৩৪

সক্ষমতা বাড়ছে চীনের পরমাণু : মার্কিন প্রতিবেদন

অনলাইন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৪   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪

মার্কিন সেনাদের জন্য প্রকাশিত দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রাইপ ,চীনের পরমাণু সক্ষমতা বাড়ছে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটছে বলে খবর দিয়েছে ।এ খবরে বলা হয়েছে, ডোং ফেং -৪১ নামের পরবর্তী প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে চীন। এ ক্ষেপণাস্ত্র কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একাধিক পরমাণু বোমা বা ওয়ারহেড বহন করতে পারে। অবশ্য এখনো এ প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেন নি চীনা কর্মকর্তারা। এ ছাড়া, চলতি মাসে ‘ডিএফ-৩১এ’ নামের ভূমি ভিত্তিক ক্ষেপণাস্ত্রের মান নিয়ে পরীক্ষা সম্পন্ন করেছে চীন।এদিকে, মার্কিন কর্মকর্তারা আরো বলেছেন, চলতি বছরের মধ্যে পরমাণু-সজ্জিত ক্ষেপণাস্ত্রবাহী চীনা ডুবোজাহাজ তৎপরতা শুরু করবে। পরমাণু বোমার প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করছে চীন। এ সত্ত্বেও দেশটি কেনো পরমাণু অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে কিন্তু রাশিয়া ও আমেরিকা নিজ পরমাণু অস্ত্র মজুদের পরিমাণ হ্রাস করছে– সে প্রশ্নও তুলে ধরা হয়েছে এ খবরে।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের হিসাব অনুযায়ী চীনের কাছে প্রায় ২৫০টি পরমাণু বোমা রয়েছে। আমেরিকার কাছে রয়েছে ব্যবহার উপযোগী ২১০৪টি আর সংরক্ষিত কয়েক হাজার পরমাণু বোমা। আমেরিকার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রচলিত বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে চীনা কর্মকর্তারা বলেছেন, এ কারণেই বেইজিংয়ের পরমাণু অস্ত্রের উন্নয়ন ঘটানো দরকার।
সূত্র : রেডিও তেহরান

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত