ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১
Breaking:
প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন      বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে        আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        আজ শহীদ শেখ জামালের জন্মদিন     
১৭০৩

মুগ্ধ করুন বসকে সাধারণ একটি উপায়েই !

অনলাইন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৪   আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪

পরামর্শ চাইতে ভয় পান কর্মক্ষেত্রে অনেকেই । কারণ পরামর্শ চাওয়া সাধারণভাবে স্বাধীনভাবে কাজ করার অভাব প্রকাশিত হয় বলে অনেকে মনে করেন। কিন্তু পরামর্শ চাওয়ার মাঝেই রয়েছে একটি জাদুকরি গুণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।সম্প্রতি হারভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, কোনো একটি কাজে পরামর্শ চাইলে তা আপনাকে কম নয় বরং বেশি সমর্থ হিসেবেই তুলে ধরবে।গবেষণাপত্রটির রচয়িতারা লিখেছেন, ‘যেসব ব্যক্তি পরামর্শ চান তাদের কোনো একটি কাজের জন্য কম সক্ষম নয় বরং অন্যদের তুলনায় বেশি সক্ষম বলেই মনে করা হয়।’
এর কারণও উঠে এসেছে হারভার্ডের গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, আপনি যখন কারো কাছে কোনো পরামর্শের জন্য যাবেন তাতে তার বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা কিংবা দক্ষতার মূল্য দেওয়া হবে। আর কাউকে মূল্য দেওয়া হলে সে-ও আপনার সম্বন্ধে ভালো ধারণা লাভ করবে এমনটাই স্বাভাবিক।এ ছাড়া তার সম্বন্ধে কথা বলা এবং তোষামোদেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। আর নিজে থেকে পরামর্শ চাইতে যাওয়ার একটি পৃথক ভূমিকা রয়েছে। যার মাধ্যমে গড়ে ওঠে সম্পর্ক।হারভার্ডের গবেষকদের মতে, আপনার বসকে মুগ্ধ করতে হলে নিজে থেকেই তাদের কাছে পরামর্শ চান। মূল্য দিন তাদের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা কিংবা দক্ষতার।

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত