ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
২৬৩

মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে দু’টি মর্টার সেল পড়ল বাংলাদেশে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  


মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দু’টি মর্টার সেল আজ বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের রেজু আমতলী এলাকায় এসে পড়েছে। 

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান- এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে। দুপুরে মিয়ানমার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার জানান, স্থানীয়রা বলছেন- যুদ্ধ বিমান থেকে গুলিবর্ষণ করছে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। 

তিনি বলেন- সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তায় কাজ করছে। স্থানীয়রা যাতে কোনভাবে আতঙ্কিত না হয় সে ব্যাপারে আমরা কাজ করছি। 

তারিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনী দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার আসে। এই সময় যুদ্ধ বিমানগুলো আনুমানিক ৮ থেকে ১০টি ফায়ার করেন এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়। সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে ফায়ারকৃত দুটি মর্টার সেল পতিত হয়।  
 
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু কুমার সাহা জানান, সকালে একটি এবং দুপুরে একটি মর্টার সেল বাংলাদেশ সীমান্তের ভিতরে পাওয়া গেছে। সীমান্তের দেখভাল করছে বিজিবি। সীমান্তের আশে পাশের মানুষ আতঙ্কিত না হওয়ার জন্য আমরা জনগণকে সচেতন করছি।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত