ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৩৮৫

ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ আগস্ট ২০২১  


ভারতের পেট্টাপোল থেকে ৩০টি অ্যাম্বুলেন্স আজ শনিবার সকালে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

এর আগে ভারত থেকে উপহারের আরও একটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছিল। এ নিয়ে মোট ৩১ টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এলো।
বাকি ৭৮ টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করছে ভারতীয় হাইকমিশন। এদিকে অ্যাম্বুলেন্স রাখা মাঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, উপহারের অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরে এসে পৌঁছেছে। বন্দরের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাস্টমস এবং সিএন্ডএফের কাগজপত্র কমপ্লিট হলে দ্রুত বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার পথে রওনা হবে।

 

 

 

 মুক্তআলো২৪.কম

 

 

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত