ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৯৩৬

জীবনাবসান বিশিষ্ট গবেষক শঙ্করীপ্রসাদ বসুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০১৪   আপডেট: ১৯ জুলাই ২০১৪

বিশিষ্ট গবেষক শঙ্করীপ্রসাদ বসু পরপারে চলে গেলেন । মৃত্যুবালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত রবিবার বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তাঁকে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানেই গতকাল বিকেলে প্রয়াত হন তিনি। আজ তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। ১৯২৮ সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন শঙ্করীপ্রসাদ বসু। বাংলা সাহিত্যে অধ্যাপনা দিয়েই কর্মজীবনের সূচনা। স্বামী বিবেকানন্দকে নিয়ে বহু গবেষণাধর্মী কাজ করেছেন বিশিষ্ট এই গবেষক।সাত খণ্ডের স্বামী বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। এ ছাড়াও ভগিনী নিবেদিতা, রামকৃষ্ণ পরমহংসের জীবনের ওপরও একাধিক গবেষণাধর্মী কাজ করেছেন তিনি। লিখেছেন একের পর এক সাহিত্যধর্মী রচনা। ১৯৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন তিনি। আমৃত্যু তিনি যুক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ আর্কাইভ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সঙ্গে। সাহিত্য আকাডেমি সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্করীপ্রসাদ বসু।
সূত্র : জি নিউজ

 

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত