ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৫০২

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  


সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আজ ১ এপ্রিল ছিল শাবান মাসের শেষ দিন এবং পবিত্র মাস শুরু হবে আগামীকাল শনিবার (২ এপ্রিল)। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও আগামীকাল থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে। 

সৌদির চাঁদ দেখা অনুসারে আফগানিস্তান, আর্মেনিয়া, অষ্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুরকিনা ফাসো, ডেনমার্ক, কুয়েত, সুদানসহ আরও অনেক দেশ একই দিন থেকে রোজা পালন শুরু করে। 

অন্যদিকে ওমান জানিয়েছে, ৩ এপ্রিল থেকে তাদের দেশে শুরু হবে রমজান। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইতেও ৩ এপ্রিল থেকে রোজা পালন করা হবে বলে জানিয়েছে। 

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত