ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী      মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের        সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ        উপজেলা নির্বাচনে জনগণই তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করুক : প্রধানমন্ত্রী     
১০৫৮

কাউনিয়ায় করোনা রোগী ১৬৬ জন, মেডিকেলে নেই সেবা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় রবিবার পর্যন্ত ১৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এতো পরিমান রোগী সনাক্ত হওয়ার পরও গ্রামের মানুষের মাঝে কোন ভিতি নেই। প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের হাট-বাজার গুলোতে চলছে অবাধ যাতায়ত। তাদের মতে করোনা বড় লোকের রোগ, যারা এসির ভিতরে থাকে, ঘুষ খোর, দুর্নীতিবাজ তাদের ধরবে করোনা।

আমরা তপ্ত বালু আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ের ঘাম ঝড়িয়ে কাজ করে খাই, আমাদের করোনা হবে না। তাদের সাফ কথা আমারা ঘরে বসে থাকলে কি সরকার খেতে দিবে ? একদিন কাজ না করলে ছেলে পুলে না খেয়ে থাকবে। কখন তো আমাদের কেউ কবর রাখে না। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের আবু রায়হান জানান, রবিবার পর্যন্ত কাউনিয়ায় ১৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে যিনি করোনা টেষ্ট করেন আঃ রশিদ তিনি এখন করোনায় আক্রান্ত। কাউনিয়া মেডিকেলে রবিবার বিকালে গিয়ে দেখা গেছে এখানে করোনা রোগীর কোন চিকিৎসা নেই। লোকদেখানো ১০ শয্যার আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে কার্যতঃ তা আজও ব্যবহার হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সাধারন মানুষকে সচেতন করা না গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এর মধ্যে ১৭ জন বড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, ১জন রংপুরে ভর্তি আছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসন জানান, আমরা চেষ্টা করছি সর্বচ্চ সেবা নিতে রোগীদের। কাউনিয়া মেডিকেলে স্বাস্থ্য সেবা নিয়ে স্থানীয় এমপি বাণিজ্যমন্ত্রী কে বলার পরও কোন উন্নতি হয়নি। সেবা নিতে আসা রোগীদের নানা অভিযোগ এখানের ডাক্তারও নার্সদের সম্পর্কে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়গুলো দেখা প্রয়োজন বলে বিজ্ঞজন মনে করছেন।

 

৪জুলাই, ২০২১/সারওয়ার আলম মুকুল 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত