কাউনিয়ায় করোনা রোগী ১৬৬ জন, মেডিকেলে নেই সেবা

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৪ জুলাই ২০২১ রোববার


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় রবিবার পর্যন্ত ১৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এতো পরিমান রোগী সনাক্ত হওয়ার পরও গ্রামের মানুষের মাঝে কোন ভিতি নেই। প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের হাট-বাজার গুলোতে চলছে অবাধ যাতায়ত। তাদের মতে করোনা বড় লোকের রোগ, যারা এসির ভিতরে থাকে, ঘুষ খোর, দুর্নীতিবাজ তাদের ধরবে করোনা।

আমরা তপ্ত বালু আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ের ঘাম ঝড়িয়ে কাজ করে খাই, আমাদের করোনা হবে না। তাদের সাফ কথা আমারা ঘরে বসে থাকলে কি সরকার খেতে দিবে ? একদিন কাজ না করলে ছেলে পুলে না খেয়ে থাকবে। কখন তো আমাদের কেউ কবর রাখে না। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের আবু রায়হান জানান, রবিবার পর্যন্ত কাউনিয়ায় ১৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে যিনি করোনা টেষ্ট করেন আঃ রশিদ তিনি এখন করোনায় আক্রান্ত। কাউনিয়া মেডিকেলে রবিবার বিকালে গিয়ে দেখা গেছে এখানে করোনা রোগীর কোন চিকিৎসা নেই। লোকদেখানো ১০ শয্যার আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে কার্যতঃ তা আজও ব্যবহার হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সাধারন মানুষকে সচেতন করা না গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এর মধ্যে ১৭ জন বড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, ১জন রংপুরে ভর্তি আছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসন জানান, আমরা চেষ্টা করছি সর্বচ্চ সেবা নিতে রোগীদের। কাউনিয়া মেডিকেলে স্বাস্থ্য সেবা নিয়ে স্থানীয় এমপি বাণিজ্যমন্ত্রী কে বলার পরও কোন উন্নতি হয়নি। সেবা নিতে আসা রোগীদের নানা অভিযোগ এখানের ডাক্তারও নার্সদের সম্পর্কে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়গুলো দেখা প্রয়োজন বলে বিজ্ঞজন মনে করছেন।

 

৪জুলাই, ২০২১/সারওয়ার আলম মুকুল 

মুক্তআলো২৪.কম