ঢাকা, ০৬ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
৯৪১

একটি অপাঙক্তেয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র : সংস্কৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৪   আপডেট: ২৫ আগস্ট ২০১৪

আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের ‘জাতীয় গ্রন্থকেন্দ্রটি’ যতদ্রুত সম্ভব অন্যত্র স্থানান্তর করা হবে,সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন।‘পারিপার্শ্বিক পরিবেশ ও যাতায়াতের সমস্যাজনিত কারণে জাতীয় গ্রন্থকেন্দ্র একটি অপাঙক্তেয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। উপযুক্ত জায়গা পেলেই এটি স্থানান্তরের কাজ শুরু করা হবে ।সংস্কৃতিমন্ত্রী সোমবার জাতীয় গ্রন্থকেন্দ্র ভবনে সংস্কারকৃত আধুনিক মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।সংস্কৃতিসচিব মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষাসৈনিক আহমদ রফিক, ইহিতাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান।
আসাদুজ্জামান নূর সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে জাতীয় গ্রন্থকেন্দ্রের অতীত ঐতিহ্যের স্মৃতিচারণা করে বলেন, ‘জায়গাটি এখন বিপণিকেন্দ্রে পরিণত হওয়ায় কবি-সাহিত্যিকদের জন্য এই কেন্দ্রে আসা অস্বস্তিকর হয়ে পড়েছে। তিনি বলেন ,জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছে ।আসাদুজ্জামান নূর বলেন, সবাই সচেতন ও সংবেদনশীল না হলে প্রয়োজনীয় টাকা খরচ করেও সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয় ।জাতীয় গ্রন্থকেন্দ্রের তত্ত্বাবধানে প্রত্যেক জেলায় বইমেলা এবং ঢাকা আন্তর্জাতিক বইমেলা মানসম্মত ভাবে করার প্রস্ততি গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আহমদ রফিক জাতীয় গ্রন্থকেন্দ্র, শিশু একাডেমি, বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি সমন্বিত ‘সংস্কৃতি বলয়’ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত