ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী      মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের        সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ        উপজেলা নির্বাচনে জনগণই তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করুক : প্রধানমন্ত্রী     
৩১২

ইভিএম দিয়েই ঢাকার দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব:সেতুমন্ত্রী

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম ব্যবহার নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে, কিন্তু বিএনপির অভিযোগ সঠিক নয়, কারণ লেটেস্ট টেকনোলজিতে ইভিএম এর ব্যবহারে সুষ্ঠু নির্বাচন হয়। তাই ইভিএম দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন সুষ্ঠু হবে। বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘ অতীতে যেসকল নির্বাচনের যেসব কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে, ওই সকল কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে এবং বেশিরভাগ কেন্দ্রে বিরোধী দল বিএনপিই জিতেছে। এ নিয়ে বিএনপির ভয়ের কোন কারণ নেই।

মন্ত্রী বিএনপিকে দুই সিটির নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সরকার সব ধরনের সহায়তা করবে।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘দেশে গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র নেই বিএনপি’র ভেতরে। তাদের ঘরে এবং দলেই গণতন্ত্র নেই। তারা (বিএনপি) কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? বিএনপি এখন অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না।’

তিনি বলেন, আওয়ামী লীগের এক বছর আগে বিএনপির সম্মেলন হয়েছে। আওয়ামী লীগ আবারও সম্মেলন শেষে করেছে। আমি দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি। কিন্তু আজ পর্যন্ত বিএনপি ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে একটি কনফারেন্সও করতে পারেনি। তারা ৫০১ জনের জাম্বো জেট মার্কা একটি কমিটি করেছে। তাহলে বিএনপির কাছে কি গণতন্ত্র আশা করা যায়? মন্ত্রী বলেন, ‘বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলনে এবং নির্বাচনে। সেখানে সরকারের কোন দোষ নেই। কারণ জনগণ বিএনপি এবং তার নেতাকর্মীদের ডাকে সাড়া দেয় না।’

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুক্তআলো২৪কম

 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত