ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
২২৫১

আয়ু বাড়ে নারীর ৩৩ বছর বয়সের পর সন্তান নিলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৪   আপডেট: ১৩ আগস্ট ২০১৪

নারীদের তুলনায় তাদের গড় আয়ু বেড়ে যায়,যেসব নারী ৩৩ বছর বয়সের পরে কোনো সন্তান নেন অন্য । সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।এ বিষয়ে নিউ ইংল্যান্ড সেন্টেনারিয়ান স্টাডির পরিচালক থমাস পার্লস জানান, ৩৩ বছর বয়সের পরে যেসব নারী সন্তান নেন, তাদের ৩০ বছর বয়সের আগে সন্তান গ্রহণকারীদের তুলনায় বেশিদিন বাঁচার সম্ভাবনা থাকে।এটি সামান্য পার্থক্য নয় বরং এতে বেশ বড় ধরনের পার্থক্যই হয় বলে জানাচ্ছেন গবেষকরা। যারা ৩৩ বছর বয়সের পরে সন্তান নেয় তাদের ৯৫ বছর বা তারও বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা দ্বীগুণ বৃদ্ধি পায়। গবেষণায় আরো জানা গেছে, জেনিটিক পার্থক্যের কারণে নারীদের আয়ু বাড়ে।পার্লস বলেন, ‘বয়স বাড়ার পরও কোনো নারীর সন্তান ধারণক্ষমতা ঠিক থাকলে বোঝা যায় যে, তার প্রজনন অঙ্গে বয়সের ছাপ কম পড়ছে। আর একই কথা প্রযোজ্য তার দেহের বাকি অংশের ক্ষেত্রেও।’
গবেষণার ফলাফল ‘মেনোপজ: দ্য জার্নাল অফ দ্য নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটি’ জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত