ঢাকা, ০৭ মে, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
Breaking:
বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ      অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের        অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু        বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির        লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী     
৯০৫

আরোগ্য দেবে সোভালডি হেপাটাইটিস সি-তে, তবে প্রতিটির দাম ১০০০ ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০১৪   আপডেট: ২৮ জুন ২০১৪

যোগ হলো নতুন একটি ওষুধ ইউএস হেলথ কেয়ার সিস্টেমে। `সোভালডি` নামের পিলটি হেপাটাইটিস সি এর আক্রমণে লিভার নষ্ট হওয়া থেকে ইতিমধ্যে বাঁচিয়েছে ১০ জনের মধ্যে ৯ জন রোগীকে। তবে এই ওষুধের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হবে ৯০ হাজার মার্কিন ডলার। তাই ওরিগনের কর্মকর্তাদের প্রশ্ন, স্বল্প আয়ের মানুষরা কীভাবে এই ওষুধের খরচের যোগান দেবে?শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ইন্সুরেন্স কম্পনিগুলো এর দাম নিয়ে মোটেও তুষ্ট নয়। যদি এই ওষুধটি নাও প্রস্তুত হতো, তবুও ইন্সুরেন্স প্রতিষ্ঠানগুলোকে পাঁচ অঙ্কের পরিমাণ অর্থ পরিশোধ করতে হয় সাধারণ মানের হেপাটাইটিস সি এর জন্য। নতুন এক গবেষণায় দেখা গেছে, এর আগে ওষুধগুলোতে কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আবার এগুলোতে খুব কাজ হতো বলেও মন্তব্য পাওয়া যায়নি।বর্তমানে ইউএস হেলথ কেয়ার সিস্টেমে বাজেট কমানোর ওপর জোর দিচ্ছে ওবামা প্রশাসন। চিকিৎসা ব্যয় কমানোর সিদ্ধান্ত দিয়ে রাজনৈতিক ভবিষ্যতের ওপর বাজি ধরেছেন ওবামা।

অর্থনীতিবিদ ডগলাস হোলজ-একিন বলেন, এই ওষুধটি এখন মানুষ গরম কেকের মতো চাইছে। কারণ আমেরিকায় ৩ মিলিয়নেরও বেশি মানুষ হেপাটাইটিস সি-তে আক্রান্ত। আবার অনেকে তা জানেনই না। তাই এই ওষুধের মূল্য এখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।নিউ ইয়র্কের হেপাটাইটিস সি এর এক রোগী স্টুয়ার্ট রোজ বলেন, ইন্সুরেন্স আমাকে বছরে চার হাজার ডলার দেয় চিকিৎসা খাতে। তাই এই সোভালডির জন্য আমাকে ভিক্ষের থালা পাততে হবে।যদিও গত বছর সোভালডি বিক্রির অনুমতি পেয়েছে, তবুও সাধারণ হেপাটাইটিস সি এর চিকিৎসার জন্য অন্যান্য ওষুধের প্রয়োজন রয়েছে।প্রতিদিন একটি করে টানা বারো সপ্তাহ সোভালডি খেলে রোগীর মধ্যে সংক্রমণকে দারুণভাবে প্রতিহত করে।দেশের সবচেয়ে বড় হেপাটাইটিস সি রোগীদের চিকিৎসাদাতা প্রতিষ্ঠান ফেডারেল ভ্যাটেরানস অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বর্তমানে তাদের এক লাখ ৭৫ হাজার রোগীর মধ্যে মাত্র এক হাজার ৮৫০ জন সোভালডি কিনতে পারছেন।ভ্যাটেরানস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ড. ডেভিড রোজ বলেন, আমরা ভাবিনি কোনো একদিন এই রোগের আরোগ্য সম্ভব হবে। সোভালডির মাধ্যমে তা করা সম্ভব। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিলিড সায়েন্সেস ইনকর্পোরেট জানায়, সোভালডি বাজারে আসার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে ২.৩ বিলিয়ন পিস বিক্রি হয়েছে। সূত্র : ফক্স নিউজ

 

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত