ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
১০৭০

অ্যাপেল আট কোটি আইফোন বিক্রি করবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৪   আপডেট: ১৪ আগস্ট ২০১৪

বিশাল সংখ্যক পরিমাণে বিক্রি করতে চায় অ্যাপেল তাদের নতুন আইফোনকে । আর সেকরাণেই অ্যাপেল আইফোন ৬য়ের দুটি সংস্করণের সাত থেকে আট কোটি হ্যান্ডসেট বানাচ্ছে। এতদিন পর্যন্ত এই সংখ্যক আইফোন বানায়নি অ্যাপেল। গত বছরেই কোম্পানি পাঁচ থেকে ছয় কোটি আইফোনে বানিয়েছিল। তবে এবার অ্যাপেল ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চির হ্যান্ডসেট বেশি সংখ্যায় বানাচ্ছে। যদিও অ্যাপেল আইফোন বানানোর জন্য দুটি টেক কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই দুটি হলো তাওয়ানি কোম্পানি ফ্যাক্সকন ও দ্বিতীয়টি পেগাট্রোন কার্পোরেশন৷ আগামী মাস থেকে ৪.৭ ইঞ্চির আইফোন প্রস্তুত করা হবে।

ফ্যাক্সকনের সহযোগি কোম্পানি হোন হাই প্রিসিজন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড ৫.৫ ইঞ্চির আইফোন বানাবে। আশা করা হচ্ছে এবারের আইফোনের কেস মেটালেল হবে যেমনটা আইফোন ৫এসের ছিল৷ এই দুটি ফোনই বেশ পাতলা হবে৷ আর এই কারণেই ৫.৫ ইঞ্চি স্ক্রিনওয়ালা ফোনের বিক্রিতে অসফল হবে আইফোন৷ জানা গেছে অ্যাপেল ইতিমধ্যেই ১২ কোটি আইফোন বানানোর জন্য সহযোগি কোম্পানিকে তৈরি থাকতে বলেছে। কলকাতা।

 

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত