ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ || ২৯ কার্তিক ১৪৩২
Breaking:
নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন      সনদের বাইরের সিদ্ধান্ত মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় : সালাহউদ্দিন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি : গোলাম পরওয়ার        প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে : সালাহউদ্দিন     
১৩০১

সিএমএইচ-এ নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন এটর্নি জেনারেল

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত এটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে এটর্নি জেনারেল মাহবুবে আলমের পরিবারের সদস্য সুপ্রিমকোর্টের এডভোকেট শেখ মো. রিয়াজুল হক বাসস’কে এ কথা জানান তিনি বলেন, আজ ভোরে তাকে আইসিইউ’তে নেয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এখন নিবির পরিচর্যায় তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে এটর্নি জেনারেলের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার জামাতা এডভোকেট শেখ রিয়াজুল হক।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজ বাসস’কে জানান, হাসাপাতালে অবস্থানরত এটর্নি জেনারেলের স্বজনদের কাছ থেকে উনার স্বাস্থ্যের খবর নিয়মিত রাখছি। উনাকে এখন নিবির পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ৩ সেপ্টেম্বর রাতে এটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচ-এ ভর্তি হন।
সর্বোচ্চ আদালতের এ জেষ্ঠ্য আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এডভোকেট মাহবুবে আলম সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলার মতো ঐতিহাসিক মামলাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ মামলা সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন।বাসস







 


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত