ঢাকা, ০৩ জুলাই, ২০২৫ || ১৮ আষাঢ় ১৪৩২
Breaking:
ঐক্য বজায় রাখতে হবে : খালেদা জিয়া     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড        পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর        বড় দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি : তারেক রহমান     
১৭৫৮

সবাই দ্বিতীয় ব্র্যাডম্যানের কাছে: সাঙ্গাকারা

অনলাইন

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৪   আপডেট: ১৪ আগস্ট ২০১৪

শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা স্বভাবগতভাবেই বিনম্র । ক্রিকেটে যত রেকর্ডই করুক না কেন কখনোই আকাশে ওড়া পছন্দ করেন না। ঠিক আবারো যেন প্রমাণ করলেন যত রেকর্ডই হোক তাতে আত্মঅহমিকায় ভুগতে নারাজ তিনি।
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করলেন। ডাবল সেঞ্চুরির রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে ছাড়িয়ে এখন কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরই সাঙ্গাকারা। ব্র্যাডম্যানের ডাবল সেঞ্চুরি সংখ্যা ১২, সাঙ্গাকারার ১০ এবং লারার ৯।
সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ ৪৫১ রান করে। জবাবে ২৪ বাউন্ডারির সাহায্যে বাঁ-হাতি সাঙ্গাকারার ২২১ রানের স্বাগতিকরা ৯ উইকেটে ৫৩৩ রানে তাদের ইনিংস ঘোষণা করে।
স্বভাবতই ব্র্যাডম্যানের প্রসঙ্গ উঠলে ম্যাচ শেষে সাঙ্গাকারা বলেন, ‘আমি মনে করি ডনের কাছে সবাই দ্বিতীয়। আমি অত্যন্ত খুশি কেননা তাঁর চেয়ে মাত্র দুইটি ডাবল সেঞ্চুরিতে আমি পিছিয়ে আছি। কারণ এই একমাত্র পথেই আমি তার কাছে যেতে পারি।’
‘মাঠে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং আমি কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছি। কিন্তু ম্যাচটি এখনো শেষ হয়নি। ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে।’
বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে ৩৬ বছর বয়সী সাঙ্গাকারার। এ ছাড়া দুইটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং একটি করে জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে।
টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান বাংলাদেশের বিপক্ষে। চলতি বছর ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩১৯ রানে ইনিংসটি খেলেছিলেন তিনি। এ ছাড়া ১৯০ রানের আরো তিনটি ইনিংস রয়েছে তার।
সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি :
১২ : স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)
১০ : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
  ৯ : ব্রায়ান লারা (ওয়েস্ট সইন্ডিজ)
  ৭ : ওয়ালি মোহাম্মদ (ইংল্যান্ড)
  ৭ : মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত