ঢাকা, ০৬ জুলাই, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
Breaking:
লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ১      ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন        গোপালগঞ্জের নাম পরিবর্তন, টুঙ্গিপাড়ার মানচিত্র বদল : রনি     
২৫৬৭

রানি মুখার্জি বিয়ের পর মিডিয়া থেকে অনেক দূরে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০১৪   আপডেট: ৩ জুন ২০১৪

রানি মুখার্জি

রানি মুখার্জি

তারকা রানি মুখার্জি বলিউডের সিনেমা নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে নতুন গাঁটছড়া বেঁধেছেন ।বিয়ের পর তার প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে `মারদানি`। কিন্তু তার আগে মিডিয়ার সামনে আসতে নারাজ রানি। গত মাসে ইতালিতে অনুষ্ঠিত এই বিয়ে নিয়ে একটি প্রশ্নের জবাবও দেননি রানি। এদিকে, তার নতুন ছবির পোস্টার উন্মোচনের অনুষ্ঠানও পেছানোর অনুরোধ করেছেন। কারণ ছবির পুরো টিম রানিকে নিয়ে এই ছবির পোস্টার উন্মোচনের অনুষ্ঠান করলেও বিয়ের পর এখুনি মিডিয়ার সামনে আসতে রাজি নন তিনি।

এসব কথা জানিয়েছেন তাঁর খুব কাছের এক সূত্র।অনুষ্ঠানটি পিছিয়ে জুনে করা হয়েছে এবং তখনো তাঁর মিডিয়ার সামনে না আসার সম্ভাবনা রয়েছে বলে জানায় সূত্র। হয়তো আগস্টে ছবিটি রিলিজের সময় তাঁর দেখা পাওয়া যেতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত