ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ || ১৫ কার্তিক ১৪৩২
Breaking:
জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ        জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা: কমিশনের সুপারিশ প্রসঙ্গে মির্জা ফখরুল     
২৬০৪

রানি মুখার্জি বিয়ের পর মিডিয়া থেকে অনেক দূরে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০১৪   আপডেট: ৩ জুন ২০১৪

রানি মুখার্জি

রানি মুখার্জি

তারকা রানি মুখার্জি বলিউডের সিনেমা নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে নতুন গাঁটছড়া বেঁধেছেন ।বিয়ের পর তার প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে `মারদানি`। কিন্তু তার আগে মিডিয়ার সামনে আসতে নারাজ রানি। গত মাসে ইতালিতে অনুষ্ঠিত এই বিয়ে নিয়ে একটি প্রশ্নের জবাবও দেননি রানি। এদিকে, তার নতুন ছবির পোস্টার উন্মোচনের অনুষ্ঠানও পেছানোর অনুরোধ করেছেন। কারণ ছবির পুরো টিম রানিকে নিয়ে এই ছবির পোস্টার উন্মোচনের অনুষ্ঠান করলেও বিয়ের পর এখুনি মিডিয়ার সামনে আসতে রাজি নন তিনি।

এসব কথা জানিয়েছেন তাঁর খুব কাছের এক সূত্র।অনুষ্ঠানটি পিছিয়ে জুনে করা হয়েছে এবং তখনো তাঁর মিডিয়ার সামনে না আসার সম্ভাবনা রয়েছে বলে জানায় সূত্র। হয়তো আগস্টে ছবিটি রিলিজের সময় তাঁর দেখা পাওয়া যেতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত