ঢাকা, ০৬ আগস্ট, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
Breaking:
পুতিন ও ট্রাম্পের সম্পর্ক কেন খারাপ হয়েছে, তাঁরা কি ‘সংঘর্ষের’ দিকে এগোচ্ছেন      ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন : তারেক রহমান      পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জুলাই ঘোষণাপত্রে যা আছে        বিএনপি যা যা চায়নি ‘জুলাই ঘোষণাপত্রে’ তারও কিছুটা প্রতিফলন হয়েছে: নজরুল ইসলাম        ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াত হতাশ     
৪৭

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি: সচিব

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫  

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি: সচিব

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি: সচিব


নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গতকাল (রোববার) এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতকাল এনসিপি বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি আসলে মেরুদণ্ড আছে? জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।
আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে, এমন পরিস্থিতিতে ইসির সার্বিক প্রস্তুতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আখতার আহমেদ।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল একই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তপশিল ঘোষণার দাবি জানিয়ে আসছে।

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত